৬ পর্বের ধারাবাহিকে মোশাররফ করিম
ঈদের জন্য নির্মিতব্য ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম। তুহিন হোসেনের পরিচালনায় ‘ফাঁদ’ নামের এ নাটকের শুটিং গেল বছর শুরু হয়েছিল। কিন্তু মোশাররফের সিডিউলজনিত সমস্যার কারণে তা আর নির্মাণ করা সম্ভব হয়নি। এবার মোশাররফ সময় দেয়াতে নাটকের শুটিং করছেন পরিচালক। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং চলছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা খুব চমৎকার। আগে সময় নিয়ে জটিলতার কারণে করতে পারিনি। কিন্তু কাজটি করার ইচ্ছে ছিল প্রবল, তাই কাজটি শেষ পর্যন্ত করছি। তুহিনের নির্দেশনা আমার কাছে ভালো লেগেছে। দর্শক বেশ উপভোগ করবেন আশা করি।’ নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।