৬ অপারেটরে সিম নিবন্ধনে মাত্র ৬ হাজার পরিচয়পত্র
মাত্র একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধন করা হয়েছে ১৪ হাজার ১১৭টি সিম। আরেকটি এনআইডি’র বিপরীতে ১১ হাজার ৭২৮টি সিম নিবন্ধন হয়েছে। এগুলো সবই অবৈধ। এ ধরনের সিম থেকে বড় ধরনের অপরাধ হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে টেলিফোন অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় পরিচয় পত্রের বিপরীতে এয়ারটেল, জিপি, সিটিসেল, রবি, টেলিটক, বাংলালিংকের নিবন্ধনের চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। ৬ অপারেটরে সিম নিবন্ধনে মাত্র ৬ হাজার ১৭৯ টি পরিচয়পত্রের ব্যবহারের তথ্য রয়েছে।
তারানা হালিম বলেন, আমরা কোন প্রতিযোগিতায় নামিনি। শুধু সবাইকে একটি নিয়মের আওতায় আনতে চেষ্টা করছি। তিনি আরও বলেন, যাদের বয়স ১৮-এর নিচে তাদের সিম কাছে সিম বিক্রির নেই। যদি নিতেও হয়, তাদের অভিভাবক, মা-বাবা দায়িত্ব নেবেন। তাদের পরিচয়পত্রের বিপরীতে ওই সিম নিতে হবে। ওই সিম দিয়ে কোন অপরাধ হলে ও সে দায়ও পরিচয়পত্রের মালিকেরই।