৬ অক্টোবর পর্যন্ত বিশ্বজি‍ৎ হত্যার সাক্ষ্যগ্রহণে মুলতবি ঘোষণা

02/10/2013 12:00 pmViews: 15

bishwajitনিজস্ব প্রতিবেদক:  পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে টেইলার্স ব্যবসায়ী বিশ্বজি‍ৎ দাশ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।এইদিন আসামি এমদাদের পক্ষে জেরা শেষ হয় এবং আসামি মাহফুজুর রহমান নাহিদের পক্ষে জেরা শুরু হলেও শেষ হয়নি।

সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নূরুজ্জামান ৬ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার বিচারককে বিশ্বজিৎ হত্যার ভিডিওচিত্র দেখান মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৮ জন জেলহাজতে রয়েছেন। পলাতক রয়েছেন ১৩ জন।

চার্জশিটভূক্ত ২১ আসামি হলেন- ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

জেলহাজতে থাকা ৮ জনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ টেইলার্স ব্যবসায়ী বিশ্বজি‍ৎ দাশ।

ওইদিন রাত্রেই অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার এসআই জালাল আহমেদ।

Leave a Reply