৬০ রানে গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া
৬০ রানে গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া
মাত্র ৬০ রানে গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে ব্রডের তোপের মুখে মাত্র ১৮.৩ ওভার টিকে থাকতে পারে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলার মধ্যাহ্ন বিরতির আগেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। স্টুয়ার্ট ব্রড নেন ৮ উইকেট। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ড বিনা উইকেটে করে ১৩ রান।
অস্ট্রেলিয়া ইনিংসের সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান সংগ্রহ করতে সক্ষম হন।
শুরু থেকেই অস্ট্রেলিয়া বিপর্যয়ে পড়ে।
২৫ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
২০০৩ সালের পর এই প্রথম কোনো দল নতুন বলে এত কম রান করল।
অস্ট্রেলিয়া মাত্র ২১ রানের মধ্যে তাদের প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলে। তারা প্রথম ওভারে উইকেট হারায় ২টি।
সিরিজে এখন ইংল্যান্ড ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে।