সরকা‌রের বিরুদ্ধে যে‌তে পার‌বে জাপা, এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ক‌রে ব‌লেন, আমরা কোন দলের দালালি করছি? আগামী সংসদ নির্বাচন পর্যন্ত সব ভো‌টে অংশ নে‌বে জাপা। লাঙলের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের প্রশ্নের বলেন, সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। রংপুরে জাপা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ জামানত হারিয়েছে। স্থানীয় সরকারের আরও অনেক নির্বাচনে জাপা জয়ী হয়েছে। তবে, বেশিরভাগ নির্বাচনেই সরকারি দলের সমর্থকরা আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে। এর আগে বিভাগীয় ক‌মিটির নেতা‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন জাপা চেয়ারম‌্যান। এতে অংশ নেন দল‌টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপিসহ জ্যেষ্ঠ নেতারা।