(ধরিয়ে দিন) ৫ লক্ষ টাকার কোন হিসাব না দিয়ে পালিয়ে যায় মোঃ সোহেল রানা (Add)

05/02/2018 6:44 pmViews: 152

 

Pic-01
মোঃ সোহেল রানা (৩২) পিতা মোঃ ইউনুস দুয়ারী, মাতাঃ হোসনে আরা বেগম, সাং দপ্তবাড়ী রোড, পোষ্টঃ কৃঞ্চকাঠী, থানা+জেলাঃ ঝালকাঠী, বর্তমান ঠিকানাঃ আরজতপাড়া, মহাখালী, ঢাকা-১২১৫।  সে আমার প্রতিষ্ঠানের প্রধান হিসাবরক্ষক থাকা অবস্থায় গত ৩১ জানুয়ারী রাত আনুমানিক ৮ ঘটিকায় আমার প্রতিষ্ঠানের ক্যাশ হতে ৫ লক্ষ টাকার কোন হিসাব না দিয়ে আমার কোন প্রকার অনুমতি ছাড়া পালিয়ে যায়।  এই মর্মে তেজঁগাও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  ডায়েরি  নং ৩০ তাং-০১-০২-২০১৮ইং।  যদি কোন ব্যাক্তি তাকে ধরিয়ে দিতে পারেন তাকে পুরষ্কৃত করা হবে।  উক্ত  ব্যাক্তির সাথে কোন প্রকার লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

মোঃ নিজাম উদ্দিন
চেয়ারম্যান
নিজাম গ্রুপ অব কোম্পানী

Leave a Reply