৫ দিনের সফরে অস্ট্রেলিয়ান নৌ-জাহাজ বাংলাদেশে
চট্টগ্রাম, ২৭ জানুয়ারি : ৫ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়ান নৌবাহিনী জাহাজ এইচএমএএস চিল্ডারস। সোমবার জাহাজটি মোট ৩ জন অফিসার ও ২৪ জন নাবিক নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বানৌজা ঈসা খানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার এ এস এম আফজালুল হক, (ট্যাজ), পিএসসি, বিএন জাহাজটিকে স্বাগত জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিফেন্স এডভাইজারসহ নৌবাহিনীর স্থানীয় পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘শাপলা’ অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে পৌঁছানোর পর জাহাজটির অধিনায়ক এবং জাহাজের প্রতিনিধিগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলার সাথে সৌজন্য সাক্ষাত করেন। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজের অফিসার ও নাবিকগণ কাপ্তাইস্থ নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম, চট্টগ্রামে অবস্থিত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) ও চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ/ঘাঁটি পরিদর্শন করবেন।
এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মত বিনিময় অনুষ্ঠিত হবে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।