৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের সেনাবাহিনীর

24/02/2022 8:50 pmViews: 6

৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের সেনাবাহিনীর

রাশিয়ার ৫০ সেনাকে হত্যা ও ৬টি যুদ্ধবিমান ধ্বংস করে দেয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে। ইউক্রেনের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ দাবির সত্যতা নিরপেক্ষ কোনো মাধ্যম থেকেও যাচাই করা যায়নি। ওদিকে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের শরণার্থীদের গ্রহণ করতে প্রস্তুত ফিনল্যান্ড। এ ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। তিনি বলেছেন, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

রাশিয়ার হামলায় কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী মেরিন ও প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

Leave a Reply