৫০ ইসরাইলিকে মুক্তি দিয়ে ৩ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব

15/11/2023 9:51 pmViews: 3

কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মাঝে একটি চুক্তির আলোচনা চলছে। ওই চুক্তি অনুযায়ী হামাস ৫০ ইসরাইলি বন্দীকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইলও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেবে। একইসাথে উভয় পক্ষ তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখবে। বুধবার (১৫ নভেম্বর) ব্রিটেনভিত্তিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মাঝে একটি চুক্তির আলোচনা চলছে। ওই চুক্তি অনুযায়ী হামাস ৫০ ইসরাইলি বন্দীকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইলও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেবে। একইসাথে উভয় পক্ষ তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই চুক্তিটি আলোচনাধীন রয়েছে। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সমন্বয় করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, হামাস এই চুক্তিটির সাধারণ রূপরেখায় সম্মত হয়েছে। কিন্তু ইসরাইল তাতে এখনো সম্মত হয়নি।

মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সাথে রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। তবে সকল বন্দীদের ব্যাপক মুক্তির বিষয়ে এখন আলোচনা চলছে না বলে জানিয়েছেন। ইসরাইলি কর্মকর্তাদের থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা আগে বন্দীদের নিয়ে আলোচনার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেছে।

ইসরাইলি মন্ত্রী বেনি গ্যান্টজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদিও আমাদের বন্দীদের ফিরিয়ে আনার জন্য আমাদের সাময়িকভাবে যুদ্ধ বিরতিতে যেতে হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবো না।’

সূত্র : মিডল ইস্ট আই

Leave a Reply