৫০০ তম টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড

02/08/2016 5:15 pmViews: 9
৫০০ তম টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড
 
৫০০ তম টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড
ক্রিকেটের জনক ইংল্যান্ড নতুন এক মাইলফলকের সামনে। এবার ঘরের মাঠে  ৫০০তম টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে দলটি। ৩ আগস্ট থেকে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলকটি স্পর্শ করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
১৮৮০ সালে প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করে।  দ্য ওভালে ঘরের মাঠে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ইংলিশরা।  ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় তারা।
১৩৬ বছর পর ইংল্যান্ডের মাটিতে গড়াচ্ছে ৫০০তম টেস্ট ম্যাচ। আগের ৪৯৯ ম্যাচের মধ্যে ২০৬টি জয় পেয়েছে ইংল্যান্ড। হারতে হয় ১১৫টি ম্যাচে, বাকি ১৭৮ ম্যাচ ড্র হয়েছে।
শিল্পীর তুলিতে ১৮৮০ সালের ম্যাচ। এটাই ইতিহাসে সর্বপ্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ
ইংল্যান্ড এখন পর্যন্ত ঘরের মাঠে সবচেয়ে বেশি ১৬৬টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪টি, ভারতের বিপক্ষে ৫৭টি, নিউল্যান্ডর বিপক্ষে ৫৪টি, পাকিস্তানের বিপক্ষে ৪৯টি, শ্রীলঙ্কার বিপক্ষে ১৮টি, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি করে।

Leave a Reply