৫’শ লোকবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত আল জাজিরার

28/03/2016 12:11 pmViews: 6
৫’শ লোকবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত আল জাজিরার
 
৫’শ লোকবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত আল জাজিরার
কাতার-ভিত্তিক গণমাধ্যম সংস্থা আল জাজিরা বিশ্বব্যাপী ৫০০ কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বিবিসি বলছে, গণমাধ্যম প্রতিষ্ঠানটি জানিয়েছে, যদিও এই পদক্ষেপে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির উপর প্রভাব পড়বে তবে বেশিরভাগ লোকবল ছাঁটাই হবে কাতারেই।
আল জাজিরার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তেফা সুয়াগ জানান, এই সিদ্ধান্ত ছিল ‘কঠিন’। কিন্তু প্রতিষ্ঠান ‘এই পদক্ষেপকে সঠিক বলে বিবেচনা করছে।’
১৯৯৬ সালে কাতার সরকারের অর্থায়নে আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ৭০টিরও বেশি ব্যুরো বা অফিস রয়েছে।
এ বিবৃতিতে আল জাজিরা সাম্প্রতিক এই পদক্ষেপ সম্পর্কে বলছে, ‘গণমাধ্যমের চলমান রূপান্তরের প্রতিক্রিয়ায় কর্মীদল কমানোর এই উদ্যোগ’ নেওয়া হয়েছে।
আল জাজিরা আমেরিকা চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বাজার ধরতে প্রচুর ব্যয় করেও সাফল্যের দেখা না পাওয়ায় তারা তাদের কেবল নিউজ চ্যানেলটি বন্ধ করে দেবে।

Leave a Reply