৫ই জানুয়ারি নির্বাচন-প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’

02/07/2015 5:40 pmViews: 12

৫ই জানুয়ারি নির্বাচন-প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’

 ২ জুলাই ২০১৫

ফাইল ছবি

৫ই জানুয়ারি একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’ রয়েছে বলে আবারও জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।  আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত জোর দিয়েছেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের। একইসঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন- সব দলের রাজনীতি এবং গণতন্ত্র চর্চার সমান সুযোগ নিশ্চিত করার। এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বার্নিকাট। দুপুর সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বার্নিকাট। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকার অনুবিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। গত ফেব্রুয়ারিতে ঢাকায় যোগদানের  পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা তার আনুষ্ঠানিক দ্বিতীয় বৈঠক। গত চার মাসে মন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তার সাক্ষাৎ হলে আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

Leave a Reply