৪ নভেম্বর হরতাল দেবেন না :প্রধানমন্ত্রী
রাজবাড়ী সংবাদদাতা : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪ নভেম্বর সোমবার হরতাল না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার বিকেলে রাজবাড়ীরতে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আসছে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস দুর্নীতি দু:শাসন আসবে- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আগামী ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হবে। আমি বিএনপিকে নেত্রীকে অনুরোধ করব, আপনি দয়া করে ৪ নভেম্বর হরতাল দেবেন না। ছেলেমেয়েদের পরীক্ষা দিতে দিন। পরীক্ষার সুযোগ দিন।
তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করুক তা তিনি (খালেদা জিয়া) চান না। কারণ উনি মেট্রিক পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছিলেন, শুধু উর্দুতে পাশ করেছিলেন।
খালেদা জিয়ার সাথে টেলিফোন আলাপের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, আমি আলোচনার জন্য বিরোধী দলীয় নেতাকে ফোন করলাম, গণভবনে দাওয়াত দিলাম, হরতাল প্রত্যাহারের আহ্বান জানালাম, কিন্তু তিনি আমাকে কী ঝাড়ি দিলেন সেটা আপনারা শুনেছেন।
শেখ হাসিনা বলেন, উনি মুখে বলেন বিশৃঙ্খলা চান না, আর কাজে তিনি বোমা মারেন, মানুষকে পুড়িয়ে মারেন। এটা কি বিশৃঙ্খলা নয়।
তিনি বলেন, উনি ধর্মের কথা বলেন, অথচ হেফাজতকে নিয়ে ৫ মে তিনি কী তাণ্ডবই না চালিয়েছিলেন তা আপনারা জানেন। সে সময়ও আমি তাকে আলোচনার আহ্বান জানিয়েছিলাম, তিনি আমাকে আলটিমেটাম দিয়েছিলেন, আমি নাকি পালাবার পথ পাবো না। আমি তো এখনো আছি।
সমাবেশে আগতদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।