৪ নভেম্বর পর্যন্ত সংসদ মুলতবি

28/10/2013 4:51 pmViews: 16

Parlament-bd9900প্রতিবেদক : নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ৪ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। সংসদের সোমবারের কার্যদিবস শেষে তিনি এ ঘোষণা দেন।

সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

টানা ১৩ দিন বিরতির পর আবার অধিবেশন বসে গত বুধবার বিকেলে। এর আগে গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ অধিবেশনের প্রথম পর্ব শেষ হয় ১৯ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর শুরু হয় চলতি অধিবেশনের দ্বিতীয় পর্ব। নবম সংসদের ১৯তম এ অধিবেশনে দুই দফা বিরতি দেয়া হয়। সর্বশেষ ঈদের আগে গত ৯ অক্টোবর রাতে সংসদ অধিবেশন মুলতবি করা হয়।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সংবিধান অনুযায়ী ২০১৪ সালের ২৪ জানুয়ারি শেষ হবে সংসদের মেয়াদ।

চলতি অধিবেশনের স্বাগত বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছিলেন, এ অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply