৪ ছিটমহলে উড়ানো হলো লাল সবুজের পতাকা

01/08/2015 12:14 pmViews: 6

০১ আগস্ট ২০১৫,শনিবার


 

শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে ভারতীয় ৪টি ছিটমহলে একযোগে জ্বালানো হলো ৬৮ টি করে মুক্তির মোমবাত্বি। ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ৪ টি ছিটমহলের ৫৪৫ জন সদস্যই জেন দেশ স্বাধীনের আনন্দে মেতে উঠলো একসাথে একই সুরে নতুন গোষ্টির মিলন মেলায়। তারা পেলো জাতি সত্তার স্বীকৃতি।
মোমবাত্বি জ্বালানোর পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়ে বাংলাদেশের জারি শাড়ি ভাটিয়ালি গানে মুখরিত হয়ে উঠলো নতুন বাংলাদেশের নাগরিকরা।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিট বাজার সাথে সাথেই উপজেলার ৪ ছিট মহলের বাসিন্দারা নিজ উদ্দেগে নিজ নিজ ছিটমহলে একসাথে জ্বালালো মুক্তির মোমবাত্বি। ঢাকঢোল পিটিয়ে নিজ সুরে গাইলো স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী জারি শাড়ি ভাটিয়ালী গান। রাতভর তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাত্রি যাপন করেন। আর মধ্যরাতের জন্য ছিটমহলের মিলন মেলায় আয়োজন করা হয় গণ বনভোজনের। এযেন দেশ স্বাধিনের মিলন মেলা। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,৩ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ডিমলা থানার ওসি উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ৬ টায় সূর্য দ্বয়ের সাথে সাথেই আনুষ্ঠানিকভাবে ৪ টি ছিটমহলে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফুয়ারা খাতুনসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply