৪,৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত : সমঝোতা স্মারক সই
সমঝোতা স্মারক সই : ৪,৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ভারত
০৬ জুন ২০১৫,শনিবার
ভারতের দুটি বৃহত শিল্প গ্রুপের সাথে মোট চার হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এমওইউর আওতায় রিলায়েন্স পাওয়ার লিমিটেড তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) তিন হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। আর আদানী পাওয়ার লিমিটেড এক হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
আদানী মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও রিলায়েন্সের এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
আজ শনিবার সাড়ে ১১টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে এমওইউ দুটি সই হয়। বাংলাদেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব জহুরুল ইসলাম। আর ভারতীয় কোম্পানি দু’টির পক্ষে সই করেন আদানী পাওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনেপ এস জাইন এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট স্বামী কে গুপ্তা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ, একই মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও জ্বালানি বিভাগের সচিব আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।