৪৫০ কি.মি. রাস্তা পায়ে হেঁটে রেকর্ড গড়লেন রুমা
ঢাকা: কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবে প্রায় ৪৫০ কি.মি. রাস্তা পায়ে হেঁটে রেকর্ড গড়েছেন বাংলাদেশী মেয়ে জান্নাতুল মাওয়া রুমা। গত ১১ ফেব্রুয়ারি ২০১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০১৪ দীর্ঘ নয় দিন পায়ে হেঁটে ৪৫০ কি.মি. রাস্তা অতিক্রম করে ঢাকা আসেন তিনি। এর জন্য তিনি সরকারীভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন।
রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রুমা। সমগ্র এশিয়ার মধ্যে তিনিই প্রথম বাংলাদেশি যিনি আন্তর্জাতিক বর্ডার ক্রস করে পায়ে হেঁটে এই রেকর্ড গড়লেন।
রুমা জানান, বাংলাদেশে আমি একটি রেকর্ড গড়তে চেয়েছিলাম। যা নিয়ে দেশ গর্ব করতে পারে। তাই সময় উপযোগী পরিবেশ বান্ধব ইস্যু নিয়ে পায়ে হেঁটে আন্তর্জাতিক বর্ডার ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে আসার সিদ্ধান্ত নিলাম।
হাঁটার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্যগত ভাবে পায়ে হাটাঁর উপকারিতা নিয়ে জন সচেতনতা সৃষ্টি লক্ষেই এই অভিযান। তাছাড়া যানজট আমাদের দেশের প্রধান একটি সমস্যা। যানজটে পরে প্রতিদিন আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অথচ সবাই যদি নিয়মিত পায়ে হাটার অভ্যাস গড়ে তোলে তাহলে শারিরীক ভাবে যেমন সুস্থ্য থাকব। তেমনি আমাদের সময় ও অর্থ বাচবে।
তিনি আরও বলেন, শহরগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। ফলে শহরে বসবাসরত ছেলে-মেয়েরা খেলাধুলার প্রতি আগ্রহ দেখায়না। তাই সরকারী উদ্যোগে ম্যারাথন খেলা চালু করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রুমার বোন আলেয়া বেগম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি মেহেদী হাসান প্রমুখ।