৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির বিশাল শোভাযাত্রা

01/09/2022 9:57 pmViews: 4

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির বিশাল শোভাযাত্রা

দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশাল শোভাযাত্রা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এটি নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে  শেষ হয়। শোভাযাত্রা শুরু হওয়ার আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম নজরুলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। পরে বিশেষ মোনাজাত করা হয়। শোভাযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও নানা রঙের টি-শার্ট, ক্যাপ পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার প্রথম সারিতে মহিলা দলের নেতাকর্মী এবং দ্বিতীয় সারিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পর্যায়ক্রমে বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে প্রেস ক্লাবের সামনে গিয়ে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নেতা আমানউল্লাহ আমান এবং আব্দুস সালাম নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

এদিকে শোভাযাত্রকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন আনুষ্ঠিকভাবে র‌্যালি শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশ বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। ফলে, ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। বিএনপির এই শোভাযাত্রাকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

Leave a Reply