৪০ হাজার সেনা ছাঁটাই করবে আমেরিকা

08/07/2015 11:32 amViews: 4
৪০ হাজার সেনা ছাঁটাই করবে আমেরিকা

 ০৮ জুলাই, ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্র ৪০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। আগামী দু’বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা বলেছেন, দেশে এবং দেশের বাইরে খরচ কমানোর জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে।

এ ছাড়া, ছাঁটাই করা হবে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ১৭ হাজার বেসামরিক কর্মী। মার্কিন দৈনিক ইউএসএ টুডে’তে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে নিশ্চিত করে এ কথা জানিয়েছেন এ কর্মকর্তা।

দৈনিকটি একটি নথি হস্তগত করেছে এবং এর বরাত দিয়ে বলেছে, খরচ কমানোর লক্ষ্যেই ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাই পরিকল্পনা শিগগিরই ঘোষণা করা হবে বলে এ কর্মকর্তা জানালেও ইউএসএ টুডে বলেছে, চলতি সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে। ইউএসএ টুডে আরো বলেছে, ছাঁটাই পরিকল্পনার প্রভাব মার্কিন সেনা বাহিনীর দেশ-বিদেশে মোতায়েন সব পদের ওপরই পড়বে।

এ পরিকল্পনার আওতায় ২০১৭ সালের বাজেট বছরের শেষদিকে মার্কিন সেনাবাহিনীতে সাড়ে চার লাখ সেনা থাকবে। বাজেট বিষয়ক একটি  নথিতে ২০১৩ সালে মার্কিন সেনাবাহিনী বলেছিল, সেনা সংখ্যা সাড়ে চার লাখের নিচে নেমে এলে কোনো যুদ্ধেই আর তারা বিজয়ী হতে পারবে না। আইআরআইবি।

Leave a Reply