৪০ বস্তা মাদকসহ সৌদি রাজপুত্র আটক

27/10/2015 10:47 amViews: 6
৪০ বস্তা মাদকসহ সৌদি রাজপুত্র আটক

 

দুই টন মাদকসহ সৌদি প্রিন্স আব্দুল আল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আল আজিজ সাউদকে আটক করেছে লেবানন পুলিশ।

সোমবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বিপুল পরিমান মাদক বহনের সময় তাকে আটক করা হয়। তার ব্যক্তিগত বিমানে করে এসব মাদক বহন করছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরব নিউজের খবরে বলা হয়, ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেয়ার ঠিক আগমুহূর্তে ৪০ বস্তা মাদকসহ তাকে আটক করা হয়। এসময় ওই বিমান থেকে আরও চারজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এসব মাদকের নাম ‘কেপ্টাগন পিল’।

Leave a Reply