৪০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০

29/09/2016 5:15 pmViews: 12

৪০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০বর্তমানে প্রায় ৪০ কোটি সক্রিয় যন্ত্রে উইন্ডোজ ১০ চালু আছে। সক্রিয় যন্ত্র বলতে ২৮ দিনের মধ্যে অন্তত একবার চালু হওয়া যন্ত্রকে বোঝায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি সম্মেলনে উইন্ডোজ ব্যবহারকারীর এ তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট।
২০১৮ সালে ১০০ কোটি সক্রিয় যন্ত্রে উইন্ডোজ ১০ চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এ বছরের জুলাই মাসে মাইক্রোসফট স্বীকার করে, তাদের স্মার্টফোনের ব্যবসা ভালো না চলায় লক্ষ্য অর্জনে সময় বেশি লাগতে পারে। তবে ২৬ সেপ্টেম্বর মাইক্রোসফটের কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে ৪০ কোটি যন্ত্র উইন্ডোজ ১০ প্ল্যাটফর্মে চলে এসেছে। মে মাস নাগাদ এ সংখ্যা ছিল ৩০ কোটি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, প্রায় এক বছর উইন্ডোজ ১০ বিনা মূল্যে হালনাগাদ করার সুবিধা দিয়েছে মাইক্রোসফট। তাই ৪০ কোটি সংখ্যাটি মাইক্রোসফটের জন্য আশানুরূপ নয়।

মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ব্যবহারকারী যাঁরা উইন্ডোজ ১০-এর ‘রেডস্টোন ২’ বিল্ড সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা শিগগিরই এজ ব্রাউজার সিকিউরিটি ফিচার পাবেন। এর নাম হবে উইন্ডোজ ডিফেন্ডার অ্যাপ্লিকেশন গার্ড। এতে ক্ষতিকর কোড ছড়ানোর হাত থেকে ব্যবহারকারী রক্ষা পাবেন। তথ্যসূত্র: এনডিটিভি।

Leave a Reply