৩ মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
০২ জুন, ২০১৫
পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ফখরুলের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার আবেদন নামঞ্জুর করেন।
বর্তমানে মির্জা ফখরুল কারাগারে রয়েছেন। তার পক্ষে জামিনের আবেদন করেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে ২০ মে পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। ২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
















