হরতাল পরিহার করে নির্বাচনের পথে আসুন : নাসিম

25/10/2013 11:24 amViews: 13

Nasim25প্রতিবেদক : হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনের পথে আসতে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে খালেদা জিয়ার বক্তব্যের পর সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, হরতাল প্রত্যাহার করে আলোচনায় আসুন। হরতাল দিয়ে দেশ ও জনগণের ক্ষতি করবেন না। তিনি বলেন, আমরা সহিংস রাজনীতি করতে চাই না। নির্বাচনের পথে আসুন। হরতাল পরিহার করুন।

শুক্রবার বিকালে সমাবেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় সরকারের দাবি পুনর্ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, আগামী ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে বসার জন্য দুই দিন সময় দিলাম। আন্দোলনও চলবে; আলোচনাও চলবে। আর আলেচনায় না আসলে শুধু আন্দোলন চলবে।

মোহাম্মদ নাসিম বলেন, হরতাল করে মানুষকে কষ্ট দেবেন না। সংঘাতের হরতাল প্রত্যাহার করে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসুন।

সংলাপে বসার জন্য খালেদা জিয়ার দুই দিনের সময় দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি সময় দেয়ার কে।

Leave a Reply