৩ দিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত
গত মঙ্গলবার শাহাদাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ।
উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতনের মামলায় গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক তার আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতনের মামলায় নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন রোববার নিত্য শাহাদাতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে জামিন আবেদন করেন নিত্যর আইনজীবী। বিচারক শুনানি শেষে জামিন ও রিমান্ড নামঞ্জু করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।