৩৩ ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

17/09/2015 7:28 pmViews: 6
৩৩ ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

 

আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং বকেয়া পরিশোধ না করায় ৩৩টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তাদের বকেয়া পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ওই ৩৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

জানা গেছে, এসব প্রতিষ্ঠান বিটিআরসির শর্তানুযায়ী লাইসেন্স মেয়াদোউত্তীর্ণ হওয়ার পরও তা নবায়ন করেনি। তাছাড়া, তাদের থাকা বকেয়াও পরিশোধ করেনি। তাই এসব ইন্টারনেট সেবাদাতাদের আইএসপি লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- টেলিবার্তা, জিওটেল, দৃক আলোকচিত্র গ্রন্থাগার, সোনারগাঁও অনলাইন সার্ভিস, তালিবা আইসিটি লিমিটেড, এজিআই কমিউনিকেশন লিমিটেড, ইনটেক অনলাইন, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড, প্রশিকা কম্পিউটার সিস্টেম, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া, গ্লোবাল নেটওয়ার্ক, ইউনাইটেড কমিউনিকেশন্স অ্যান্ড সার্ভিসেস, বিজে ট্রেডিং, এবস্কো লিমিটেড, এশিয়া নেট, বিইউসিটি কমিউনিকেশন, আই-নেট, নেটওয়ার্ক সলিস্যুন, আর্থলিংক আইটি, কর্ণফুলী অনলাইন, মিমটেল, এমএলবি নেট, নাহিয়ান টেকনোলজি, সি বিচ অনলাইন, যশোর সিটি কেবল, এ ওয়ান অনলাইন, কে হোসেন কেবল, মনি এন্টারপ্রাইজ, ঐশী নেটওয়ার্ক, স্বাধীন মিডিয়া, পদ্মা কমিউনিকেশন, শ্রীমঙ্গল অনলাইন ও মাইনেট।

Leave a Reply