৩২ কোটি টাকার সম্পদ রেখে গেছেন ম্যান্ডেলা

04/02/2014 11:22 amViews: 6

বিশ্ব শান্তির দূত খ্যাত নেলসন ম্যান্ডেলা মোট ৪১ লাখ ৩ হাজার মার্কিন ডলার অর্ধমূল্যের (প্রায় ৩২ কোটি ৩৪ হাজার টাকা) সম্পত্তি রেখে গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

সম্পত্তির মধ্যে ছিল ম্যান্ডেলার জোহানেসবার্গের বাসভবন, পূর্ব অন্তরীপের প্রত্যন্ত অঞ্চলে তৈরি আরও একটি বাড়ি এবং লিখিত বই থেকে প্রাপ্ত রয়্যালটি। ম্যান্ডেলা রচিত আত্মজীবনীমূলক বইটির নাম- লং ওয়াক টু ফ্রিডম।

এই সম্পদের মধ্য থেকে রয়ালটিসহ মোট ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাবে তার পারিবারিক ট্রাস্ট এবং প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সম্পত্তির অর্ধেকটা ম্যান্ডেলার তৃতীয় স্ত্রী গার্সা ম্যাশেলের নামে উইল করা হলেও গার্সা তার দাবি তুলে নিয়েছেন।

নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান।

Leave a Reply