৩২৩ বলে ১০০৯ রানে অপরাজিত ধানওয়াড়ে!

05/01/2016 6:46 pmViews: 7
৩২৩ বলে ১০০৯ রানে অপরাজিত ধানওয়াড়ে!
 
৩২৩ বলে ১০০৯ রানে অপরাজিত ধানওয়াড়ে!
আগের দিনই ভেঙেছিলেন যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এবার নিজেকে আরো উঁচুতে নিয়ে গেলেন মুম্বাইয়ের স্কুল ছাত্র প্রণব ধানওয়াড়ে। দলের ইনিংস ঘোষণার সময় সে ১ হাজার ৯ রানে অপরাজিত ছিলো।
স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য সব স্কোর দেখা যায় প্রায়ই। তবে সোমবার ক্রিকেট ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে যান ধানাওয়াড়ে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র ম্যাচের প্রথম দিনে রেকর্ড ৬৫২ রান করতে খেলেন মাত্র ১৯৯ বল!
সেদিনই ধানওয়াড়ে জানিয়েছিলো, নিজের রান চার অঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ‘কেন সম্ভব নয়? আমি আত্মবিশ্বাসী, আমি পারব। আমার আর ৩৫০ রান দরকার। যদি আমি দুই সেশনে ৬০০ রান করতে পারি তাহলে এক সেশনে ৩৫০ রানও করতে পারব।’
দ্বিতীয় দিনও তাকে আউট করতে পারেনি আরিয়া গুরুকুল স্কুলের কোনো বোলার। ১ হাজার ৪৬৫ রানে কেসি গান্ধী স্কুল ইনিংস ঘোষণার আগেই এক হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। যে কোনো ধরনের ক্রিকেটে এটাই প্রথম চার অঙ্কের ব্যক্তিগত ইনিংস।

খবর বিডিনিউজের।

Leave a Reply