৩২তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ
প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দেয়ার জন্য অনুষ্ঠিত ৩২তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ সংবিধানের ২৯(৩) ধারা অনুসারে ৩২তম (বিশেষ) বিসিএস অনুষ্ঠিত হয়।
অন্যান্য বিসিএসের মতোই প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা, সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ জানুয়ারি মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ৫ জুন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
মঙ্গলবার গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১ হাজার ৬১৯ জনের বিসিএস ক্যাডারে নিয়োগ চূড়ান্ত হলো।