৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে: বিজিএমইএ

14/05/2016 8:28 pmViews: 9
৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে: বিজিএমইএ
৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে: বিজিএমইএ
বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাংলাদেশের ৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে এই খাতের শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সভাপতি সিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় যে গত তিন বছরে বিভিন্ন কারণে সক্ষমতা হারিয়ে ৬১৮টি কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ৩১৯টি কারখানা বন্ধ হওয়ার পথে।’

গ্যাস-বিদ্যুতের সঙ্কট ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ডলারের অবমূল্যায়ন ও বিশ্ববাজারে পোশাকের দরপতনের কারণে শিল্প উদ্যোক্তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান বিজিএমই সভাপতি।

Leave a Reply