৩০ মে’র মধ্যে হজযাত্রী নিবন্ধন: হাব
বুধবার হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গত সোমবার জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজে যেতে পারবেন।
এ বছর হসরকারিভাবে যারা হজ্বে যাবেন তাদের খরচ পড়বে কোরবানীসহ ৩ লাখ ৬০ হাজার টাকা। কোরবানী ছাড়া খরচ পড়বে ৩ লাখ ৫০ হাজার টাকা।