৩০ ডি‌সেম্বর রাজধানী‌তে গণ‌মি‌ছিল কর‌তে ঢাকা মহানগর পুলি‌শের (‌ডিএম‌পি) কা‌ছে অনুম‌তি চে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। গত রোববার ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক বরাবর আ‌বেদন ক‌রেন মহানগর দ‌ক্ষিণ জামায়া‌তের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান। ত‌বে এখনও অনুম‌তি পায়‌নি জামায়াত।

আ‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, ১০ দফার প‌ক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হি‌সে‌বে ৩০ ডিসেম্বর শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।

সর্বশেষ ২০১৩ সা‌লের ৪ ফেব্রুয়া‌রি পু‌লি‌শের অনুম‌তি নি‌য়ে রাজধানীর ম‌তি‌ঝি‌লে মি‌ছিল সমা‌বেশ ক‌রে জামায়াত। এরপর গত ১০ বছ‌রে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি পায়‌নি।