২ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

17/10/2015 4:22 pmViews: 5
২ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট সীমান্তের ওপারে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  এ নিয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিওপি ক্যাম্পের পক্ষ থেকে ওই দুই বাংলাদেশীকে ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

শনিবার বিকালে ওই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকে বসবে বলে জানা গেছে।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আককৃতরা হলেন- পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা এলাকার জয়নাল আবেদিনের ছেলে লিটন মিয়া(২৫) ও উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা এলাকার পুটলু মিয়ার ছেলে আব্দুর রশিদ(৩০)। আটক বাংলাদেশীরা দীর্ঘদিন ধরে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারের কাজ করে আসছে। এরমধ্যে আব্দুর রশিদ কিছুদিন আগে জেল থেকে জামিনে মুক্ত হন বলে বিজিবি সূত্র জানায়।

এলাবাবাসী ও বিজিবি সূত্র জানায়, রাতে লিটন মিয়া ও আব্দুর রশিদ ওই সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে কুচবিহার জেলার ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানির শমসেরনগর ক্যাম্পের বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানায়। বিকালে ওই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে বসার কথা রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী বলেন, পাটগ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইনপিলার হয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে দুই বাংলাদেশীকে ভারতীয় লোকজন ধরে বিএসএফের হাতে তুলে দেয়। বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

Leave a Reply