২ নেত্রীর কথপোকথনের অপেক্ষায় জাতি

26/10/2013 12:05 pmViews: 9

Khaleda Zia-Sheikh Hasinaনির্বাচনকালীন সঙ্কট আর রাজনৈতিক গোলেযোগের মাঝে সন্ধ্যা ৬ টায় টেলিফোনে কথা বলতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

এই কথপোকথন জনগণের সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটাবে কীনা তা নিশ্চিত হওয়া না গেলেও পুরো জাতি এখন অপেক্ষা করছে এই টেলিফোনের।

শনিবার দুপুরে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে রেড টেলিফোনে প্রথম ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আধা ঘণ্টা চেষ্টার পরও প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নিজে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত চেষ্টা করেও কোনো সাড়া পাননি।

এরপর বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানান, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে না পাওয়ার বিষয়টি পুরোপুরি অপপ্রচার। খালেদা জিয়ার দুটি রেডফোনই বন্ধ। এই বিষয়টি সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার ত্রিরন্ত চাকমাকে আগেই অবিহিত করা হয়েছিল।

তবে পরে শনিবার বিকেলে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপরসনকে ফোন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদও এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য দুই নেত্রীর টেলিফোনের বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকেই সংবাদ মাধ্যমে আলোচনা চলছে। শুক্রবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানিয়ে টেলিফোন করবেন।

Leave a Reply