২৯ অক্টোবরের পর আলোচনার জন্য প্রস্তুত বিএনপি: ফখরুল
প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ১৮ দলীয় জোটের হরতাল শেষে যেকোনো দিন দুই নেত্রীর মধ্যে সংলাপ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, ২৯ অক্টোবরের পর আলোচনার জন্য প্রস্তুত বিএনপি।
১৮ দলীয় জোটের হরতাল চলাকালে রবিবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের হরতালের কর্মসূচি শেষ হওয়ার পর যেকোন সময় এই সংলাপ হবে, আমরা অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, আশা করি সংলাপ হবে। সরকারের দায়িত্ব এই সংলাপ শুরু করা।
হরতাল আলোচনার পরিবেশকে ব্যাহত করবে না বলে মন্তব্য করে ফখরুল ইসলাম বলেন, হরতালের অযুহাত দেখিয়ে প্রধানমন্ত্রী সংলাপ ভেস্তে দিলে তা ঠিক হবে না।
অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের আচরণের ওপর বিরোধী দলের পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ভর করছে। আমরা অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচি দেব।
সংলাপের জন্য বিরোধীদলীয় নেত্রীকে ফোন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতাকে ফোন করেছেন। সর্বদলীয় সরকারের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করছেন। এর আগে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন। তবে আমরা নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চাই।
ফখরুল বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে হরতাল চলছে। এটি ইতোমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত খবর পেয়েছি ফরিদপুরে পুলিশের গুলিতে আমাদের একজন নেতা নিহত হয়েছেন। জনগণের অংশগ্রহণে হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে।