২৭ জুলাই নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি
আগামী ২৭ জুলাই রাজধানীর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এই দুটি স্থানের কথা উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবহিত করেছে দলটি। আজ সোমবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। দলীয় সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।