২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন

20/12/2013 9:15 pmViews: 7

rakib uddinআগামী দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ ডিসেম্বর থেকে দেশে সেনা মোতায়েন কার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি জানান, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দেশে সেনা সদস্যরা মাঠে থাকবে। সেনাবাহিনীর পাশাপাশি মাজিস্ট্রেটও মাঠে থাকবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রিটার্নিং অফিসারদের করণীয় নিয়ে সভা শেষে শুক্রবার সন্ধ্যায় সিইসি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বিকেল সোয়া ৩টা থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাকক্ষে সারাদেশে চলমান রাজনৈতিক সহিংসতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে সভায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত সবাই তাদের মতামত তুলে ধরেন। তবে সে বৈঠকে সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মন্তব্য করেন।

গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply