২৫ অক্টোবর সমাবেশ হবেই: খালেদা জিয়া
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “আগামী ২৫ অক্টোবর রাজধানীতে বিরোধী দলের সমাবেশ হবেই। ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, তারা সরকার হতে পারে। কিন্তু দেশ তো তাদের একার না। তারা সমাবেশ করবে আর আমরা সমাবেশ করতে পারবো না- এটা তো হবে না। আমাদের সমাবেশ করতে দিতে হবে।
খালেদা জিয়া বলেন, আমাদের দাবি সহজ এবং খুবই ছোট। আমরা বলেছি- নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ এবং হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। তিনি বলেন, “আমরা সংঘাত-সংঘর্ষ চাই না, শান্তি চাই।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, এখনও সময় আছে। আমরা আশা করি, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সরকার এমন একটি পরিবেশ তৈরি করবে, যাতে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এর আগে সকাল ১১টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
এদিকে আন্দোলন কর্মসূচি ও করণীয় ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোট নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন। আগামী ১৯ অক্টোবর শনিবার রাতে স্থায়ী কমিটি ও পরদিন ১৮ দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সভায় আগামী ২৫ অক্টোবরের সমাবেশ ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী দশম সংসদ নির্বাচন হবে। সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্যউপদেষ্টা কমিটির। এর মধ্যে ‘নির্দলীয় সরকার পদ্ধতির’ বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের বলেছেন, ২৪ অক্টোবরের পর সংসদ চলতে পারবে না, এটা সংবিধানের কোথাও লেখা নেই।
এরই মধ্যে আগামী ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিন আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি অবস্থান ও প্রস্তুতিতে ২৫ অক্টোবর নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।