২৪ এপ্রিল রানা প্লাজা ক্ষতিপূরণের তথ্য প্রকাশ: বাণিজ্যমন্ত্রী

24/03/2014 9:28 pmViews: 9

২৪ এপ্রিল রানা প্লাজা ক্ষতিপূরণের তথ্য প্রকাশ: বাণিজ্যমন্ত্রী
ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, রানা প্লাজা ধসের এক বছর পূর্তির দিন আগামী ২৪ এপ্রিল হতাহতদের ক্ষতিপূরণের তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হবে।

সোমবার বিকালে সচিবালয়ে ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২৪ এপ্রিলে রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হবে, ওই দিন আমরা সাংবাদিক সম্মেলন করে এর সার্বিক পরিস্থিতি জাতির সামনে তুলে ধরবো।

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা ডান হাত হারিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের ১৫ লাখ টাকা করে দেয়া হয়েছে, যারা বাম হাত হারিয়েছে তাদের ১২ লাখ টাকা এবং যারা এক পা হারিয়েছে তাকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের ১ লাখ, ২ লাখ, ৫ লাখ করে টাকা দেয়া হয়েছে।

ইউরোপীয় পর্লামেন্ট সদস্যদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তোফায়েল আহমদ বলেন, আলোচনা ভালো হয়েছে। তাদের সঙ্গে মূলত গার্মেন্টস সেক্টর নিয়েই আলোচনা হয়েছে। তারা রানা প্লাজার কথা বলেছে। বিল্ডিং সেফটি, ফায়ার সেফটিসহ অন্যান্য বিষয়ে জানতে চেয়েছে। সেসব আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের যে ২০০ পর্যবেক্ষক নিয়োগের কথা রয়েছে তার মধে ১০০ জন ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। এ ১০০ জনের মধ্যে ৬০ জন প্রথম শ্রেণীর, বাকি ৪০ জন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। বাকি ১০০ জনের জন্য পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে কথা হয়েছে আগামী ৩১ মার্চের মধ্যে তাদের নিয়োগ দেওয়া হবে। বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানির মোট ৫৬ শতাংশ ইউরোপে রপ্তানি হয় এবং এর মধ্যে ৮০ শতাংশ তৈরি পোশাক বলে জানিয়েছেন মন্ত্রী।

বৈঠক শেষে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি জ্যো ল্যামবার্টের বলেন, রানা প্লাজা ধসের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ভবন নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে এ ঘটনার পর থেকে বাংলাদেশ যে সকল কার্যক্রম চালিয়েছে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। কিছুদিনের মধ্যে আমরা এ পর্যবেক্ষণের ফলাফল জানাবো।

Leave a Reply