২৪ অক্টোবরের পর দেশ মহাসংকটে পড়বে: এরশাদ
রংপুর সংবাদদাতা : আগামী ২৪ অক্টোবরের পর দেশ মহাসংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারমান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার সন্ধ্যায় রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ২৪ অক্টোবরের পর দেশ মহাসংকটে পড়বে। আগামী সংসদ নির্বাচন নিয়ে দুই নেত্রী আলোচনা না বসায় এ সংকট সৃষ্টি হবে।
বর্তমান নির্বাচন কমিশন বির্তকিত হয়ে গেছে উল্লেখ করে এরশাদ বলেন, এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাই এ কমিশনের ওপর মানুষ আস্থা রাখতে পারছে না। তাই এ কমিশনের অধীনে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে।
জাপা চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না। জাতীয় পার্টি সকল দলের অংশগ্রহণে নির্বাচনে অংশ নেবে।
এরশাদ বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের আমলে মানুষ শান্তিতে ছিল। সে সময় ছিল না খুন, গুম আর চাঁদাবাজি। জিনিসপত্রের দামও ছিল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।
গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপ করা ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, সরকার নিয়ন্ত্রিত সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির্র সভাপতি মসিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।
–