২১ আগস্ট মামলায় মহীউদ্দীন খান আলমগীরের জেরা শেষ
২১ আগস্ট গ্রেনেড় হামলার দুই মামলায় আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মঙ্গলবার এই জেরা কার্যক্রম শেষ হয়।
এর আগে সোমবার একই আদালতে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের করা আংশিক জেরা নথিভুক্ত করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের ২০৬ নম্বর এই সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য নেয়ার দিন রেখেছেন বলে জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল।
আকরাম উদ্দিন শ্যামল বলেন, আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি মতিঝিল থানার তৎকালীন এসআই মনির হোসেন ও এসআই আমির হোসেনকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হচ্ছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের এদিন আদালতে হাজির করা হয়।
জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।