২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করবে বৃটেন: ক্যামেরন
২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করবে বৃটেন: ক্যামেরন
বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরীয় শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যুক্তরাজ্যের উচিত তার নৈতিক দায়িত্ব পূরণ করা। একই সঙ্গে পার্লমেন্টে একটি প্রস্তাব উপস্থাপন করে তিনি বলেছেন, এ পার্লামেন্টের মেয়াদ থাকা পর্যন্ত বৃটেনের উচিত ২০২০ সালের মধ্যে ২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২০,০০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন বিবিসি। তিনি বলেন, আমরা বিশ্বকে দেখাবো যে বৃটেন অসামান্য সহানুভূতির দেশ- আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করি ও অসহায়দের সাহায্য করি। পুনর্বাসন প্রক্রিয়ায় অসহায় ও এতিম সিরীয় শিশুদের অগ্রাধিকার দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে আরও ১০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেয়। এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি অর্থ সহযোগিতা দিয়েছে সিরিয়াকে। এ বিষয়টিও উল্লেখ করেন তিনি। এদিকে এর আগে ফ্রান্স আনুষ্ঠানিক এক ঘোষণায় আগামী ২ বছরে ২৪ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে।