২০ মিনিটে আগুয়েরোর ৫ গোলের রেকর্ড

ইউরোপিয়ান ফুটবলে এ মৌসুমে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো, বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডস্কির পর এবার ৫ গোল করলেন ম্যানসিটির আগুয়েরো।
শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ১৮ মিনিটের মাথায় গোল হজম করে শঙ্কায় পড়ে গিয়েছিল স্বাগতিক সিটির সমর্থকরা। কিন্তু হঠাৎ যেন জ্বলে উঠলো সিটি। ২০ মিনিটের ব্যবধানে ৬বার নিউক্যাসলের জালে বল জড়াল তারা।
আলেক্সান্ডার মিত্রোভিচ খেলার ১৮ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে নেয় নিউ ক্যাসেলকে। এরপর লম্বা সময় গোলের মুখ দেখেনি দুই দল।
কিন্তু হটাৎ জাদুকর হিসেবে আবির্ভূত হলেন আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরো। ৪২ মিনিট থেকে শুরু হয়েছিল সিটির তাণ্ডব। তখন ম্যানসিটিকে সমতায় ফেরান আগুয়েরো। এরপর ৪৯ মিনিটে দ্বিতীয় এবং ৫০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রইন করেন একটি গোল। এরপর ৬০তম মিনিটে আগুয়েরো করেন চতুর্থ গোল। ৬২ মিনিটে নিজের পঞ্চম এবং দলের ৬ষ্ঠ গোল করেন আগুয়েরো।
এ জয়ের ফলে প্রিমিয়ার লীগের টপে চলে গেল সিটি। আর প্রিমিয়ার লীগে সবচেয়ে অল্প সময়ের মধ্যে পাঁচ গোলের রেকর্ড করলেন আগুয়েরো।