২০ দলীয় জোট অটুট আছে-থাকবে: নজরুল ইসলাম

13/08/2015 1:41 pmViews: 6
২০ দলীয় জোট অটুট আছে-থাকবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অটুট আছে এবং থাকবে। একই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে জোটটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মপরিষদ সদস্য মো. আমিনুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুল রহমান, বিজিপি সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল মতিন সাঈদ, এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব বাবু রহমান কৃষ্ণ সাহা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বুধবার রাতে দীর্ঘদিন পর জোটের শরিক দলগুলোর প্রধানদের নিয়ে বৈঠকে করেন বিএনপি চেয়ারপারসন। গত ২২ নভেম্বরের পর ওই বৈঠকটি চলতি বছরের প্রথম বৈঠক। প্রায় দুই ঘন্টার বেশি সময় স্থায়ী ওই বৈঠকে জোট অটুট রাখা, তার লন্ডন সফর, পুলিশের ভূমিকা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নিবার্চনের বিয়য়ে সরকারের ওপর চাপসৃষ্টির কর্মকৌশলের নানা প্রস্তাব, জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন জোটে ভাঙ্গন বা এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি দাবি করে নজরুল ইসলাম খান বলেন, সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে ২০ দল অটুট আছে এবং থাকবে। ২০ দলের নেতারা যখন প্রয়োজন মনে করে তখন সভা আহবান করা হয়। তবে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন গুলশান অফিসে অবরুদ্ধ ও নেতা-কর্মীরা কারাগারে থাকায় ২০ দলের নিয়মিত বৈঠক হয়নি।

‘গণতন্ত্র পুন:রুদ্ধারে’ আন্দোলন চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা যখনই কোন সভা-সমাবেশ মানববন্ধন করতে চাই তখন আমাদেরকে অস্ত্রধারী সরকারি বাহিনীর মোকাবেলা হতে হয়। আমরা বরাবরই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চাই। তাই আমাদেরকে জনগণের কাছে ফিরে আসতে হয়। তিনি আরো বলেন, অতীতে আইয়ুব খান ও এরশাদ বিরোধী আন্দোলনে বাধা দেয়া হয়েছে। কিন্ত জনগণ একটা সময় ফুঁসে উঠে। অপেক্ষা করুন, জনগণ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন অস্ত্র ও সন্ত্রাস পরাজিত হবে। জনগণ বিজয়ী হবে। আন্দোলনে যারা সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন ২০ দলীয় জোট তাদের মূল্যায়ন করবে বলেও জানান তিনি।

Leave a Reply