২০ দলীয় জোটে নেই ইসলামী ঐক্যজোট
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট আর নেই বলে ঘোষণা দিয়েছেন জোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
আবদুল লতিফ নেজামী বলেছেন, বিরোধী দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় তিনি অবিলম্বে সবার অংশ গ্রহণে একটি জাতীয় নির্বাচনের দাবি জানান।