‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ’

23/03/2016 6:56 pmViews: 7
‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ’
 
'২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ'

ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে। এক সময় সমৃদ্ধশালী ও স্বপ্নের দেশ হবে এদেশ। এ লক্ষে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার যৌথভাবে ভিডিও কনফারেন্সয়ের মাধ্যমে ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ত্রিপুরায় ইণ্টারনেট ব্যান্ডউইথ রফতানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এস এ বারী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ত্রিপুরা হতে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দ্বিতীয় আন্তঃদেশীয় গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ত্রিপুরা থেকে আমদানি করা বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি, বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, আ ক ম বাহাউদ্দিন এমপি। এছাড়া ওই অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) মো. আলী  আশরাফ, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মতিন, বিভিন্ন প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ নেতারাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ লাইন দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে। বিদ্যুৎ আনতে বাংলাদেশ অংশে ২৭ দশমিক ৮ কি মি ও ভারতের অংশে ২৪ কি মি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে গ্রিড লাইনটির মোট দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। তবে ত্রিপুরা থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ আমদানি গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে বিদ্যুৎ আমদানি শুরু হলো।

Leave a Reply