২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য
০৩ জুলাই, ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই আমাদের লক্ষ্য।
বৃহস্পতিবার রাতে তার ফেসবুক পাতায় দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ আর দরিদ্র দেশ নয়। যা এখন আনুষ্ঠানিকভাবে একটি মধ্যম আয়ের দেশ। গত ৬ বছরে আমাদের সরকারের সময় মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে, দারিদ্র্যসীমা কমে প্রায় অর্ধেক হয়েছে, আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে জানাই সকল ধন্যবাদ।
প্রধানন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আমরা এখন ‘নিম্ন মধ্যম’ আয়ের সীমায় রয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকে আমরা ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশে পরিণত হবো, যা আমাদের লক্ষ্য ২০২১ সালের বেশ আগে। আমাদের পরবর্তী লক্ষ্য, ২০৪১ সালের মাঝে একটি উন্নত দেশ।