২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
প্রতিবেদক : ২০২১ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল আর বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৮ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক দেওয়া হয়। এর মধ্যে চারজনকে স্বর্ণপদক, ৭ জন রৌপ্য এবং ১৭ জনকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে জিডিপি প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি অর্জনের পাশাপাশি মানুষের গড় মাথাপিছু আয়ও বেড়েছে।
শেখ হাসিনা বলেন, কৃষি খাতে সম্পৃক্ত মানুষকে উত্সাহ দেয়ার জন্যই এ পুরস্কার দেয়া হয়। কৃষির উন্নয়নে কৃষি গবেষণাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি বিজ্ঞানীদের চাকরির বয়সসীমা বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষিতে নতুন দিগন্তের সূচনা, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান মহাজোট সরকার কৃষিতে ২৪ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট করার ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা যে ঋণ নেয় তা ফেরত দেয়। কিন্তু অনেক টাকা যারা ঋণ গ্রহণ করে তারা টাকা ফেরত দেয় না।
জাতীয় কৃষি নীতি চূড়ান্ত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে এদেশকে স্বনির্ভর, সচ্ছল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও মধ্য আয়ের দেশে পরিণত করতে তার সরকার বদ্ধপরিকর।