১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ

30/11/2024 8:43 pmViews: 1

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসরা জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। দারুণ বোলিংয়ে তাদের ১৯৩ রানে আটকে রাখে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ৫০ রান করেন ফারজানা আক্তার পিংকি।

ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৯৬ রান করে শারমিন আক্তার সুপ্তা আজ করেন ৪৩ রান। এছাড়া অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান।

Leave a Reply