১ নভেম্বর সারাদেশে সমাবেশ করবে ১৪ দল

28/10/2013 6:21 pmViews: 11

14-dal-sm20130802143655প্রতিবেদক : দেশজুড়ে বিএনপি-জামায়াতের সহিংস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল। আগামী ১ নভেম্বর রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে তারা।

সোমবার দুপুরে ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই কর্মসূচির কথা জানিয়ে আরো বলেন, এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করবে ১৪ দল।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে সংলাপ দ্রুত শেষ হওয়া দরকার। কিন্তু বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচন চান না। তিনি ৭১’র ঘাতকদের রক্ষা করতে চান। এজন্য পদে পদে বাঁধা সৃষ্টি করছেন।

তিনি বলেন, সংলাপের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে খালেদা জিয়া। এই অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। মাঠে-ঘাটে, পাড়া মহল্লায় এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই অশুভ শক্তি খালেদার নেতৃত্বে এদেশে তালেবানি রাষ্ট্র কায়েম করতে চায়।

মোহাম্মদ নাসিম সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের অধিনে নির্বাচন পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

হরতাল প্রসঙ্গে ১৪ দলের এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর আহবান উপেক্ষা করে এই অপ্রয়োজনীয় হরতাল ডাকা হয়েছে। দেশের মানুষকে এই হরতাল প্রত্যাহারের আহবান জানান তিনি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংলাপের উদ্যোগ এখন বিরোধী দলকে নিতে হবে। সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ৭১’র চেতনা ধ্বংস করার জন্য এখন প্রতি বিপ্লব সংঘটিত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply