১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

01/12/2015 3:19 pmViews: 6
১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

 

আগামি ১ জানুয়ারি ২০১৬ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে  দোকান মালিকেরা ব্যস্ত।

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৫০৮টি স্টল বরাদ্দ থাকছে। এর মধ্যে সাধারণ স্টল ২২২টি।এছাড়া প্রিমিয়ার প্যাভিলিয়ন ৮১টি ও মিনি প্যাভিলিয়ন থাকছে ৫৪টি। এ ছাড়া থাকছে নয়টি রেস্তোরাঁ। বিদেশিদের জন্য ১৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এ মেলায় বিশ্বের ৩ টি মহাদেশের প্রায় ১৪ দেশ অংশগ্রহন করছে।

দেশগুলো হলো পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, যুক্তরাজ্য, ইরান, মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, দাক্ষিণ কোরিয়া এবং জার্মানী। এ সব দেশের ৪১টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে।

মেলায় আগত দর্শণার্থী ও স্টল মালিকদের নিরাপত্তায় ৮০টি সিসিটিভি স্থাপন করা হচ্ছে। এবার মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ৩০ টাকা অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা।

Leave a Reply